New Year Message 2023

Happy New Year 2023

New Year Message 2023

Today is the Western New Year, marking the 2023rd appearance anniversary of Jesus Christ. This is a blissful day for the followers of Jesus Christ.  We are observing this New Year by remembering God. Jesus Christ used to address the Supreme Personality as GOD – having formed the word ‘GOD’ with the notion that ‘G’ stands for ‘Generator’, ‘O’ for ‘Operator’ and ‘D’ for ‘Destroyer’. According to Vedic literature, the Supreme Personality of Godhead Sri Krishna’s mode of passion incarnation is Lord Brahma (the generator) who, by Krishna’s order, created the various living entities in the material universe. Sri Krishna’s mode of goodness incarnation is Lord Vishnu (the operator), who is the maintainer of the entire universe. Sri Krishna’s mode of darkness incarnation is Lord Shiva (the destroyer), who by the Lord’s will destroys the ignorance of the living entities in the entire universe.

Until we conquer the three modes of material nature (by engaging our senses in devotional service to the Supreme Personality of Godhead Sri Krishna), we will not be able to deliver ourselves from the miserable cycle of birth and death. Consequently, we will be forced to be born into different bodies (of 8,400,000 different species) according to our karma.

Seeing our miserable condition, the Supreme Personality of Godhead Sri Krishna sends his messengers to liberate us from our illusionary attachment to this material world. Jesus Christ is one of those messengers. Churches have been established (and continue to be established) to bring peace and happiness into people’s lives, and for people to remember and follow the teachings of Jesus Christ.

Although we claim to be followers of Jesus, we misbehave by eating meat and consuming intoxicating substances. By engaging in these activities, instead of making Jesus Christ happy, we are in fact putting him in distress. The instructions Jesus gave us for establishing peace in our lives were that we should not kill any living entity – ‘thou shall not kill’.  Jesus is the son of God, and the Supreme Personality of Godhead is Sri Krishna Himself. Nowadays, in the name of following Jesus, his so-called followers are killing and eating cows. We do not become followers of Jesus just by building churches, we must adhere to all the principles he taught us to be his follower truly.

To establish the principles of religiosity, The Supreme Personality of Godhead Sri Krishna sends his representatives at various times into this material world, created by His illusionary energy. The nature of the material world is that everyone wants to enjoy themselves no matter the cost. We have accepted this material nature of exploitation and rejected the eternal nature of the devotional practice. This mood of enjoyment is the root cause of our distress/suffering.

537 years ago, the Supreme Personality of Godhead Sri Krishna appeared in the womb of Mother Saci as Sri Chaitanya Mahaprabhu (in Navadwip, Mayapur) to deliver us from this miserable and mundane world, and to take us to the eternally blissful abode, Sri Vrindavan. He brought the transcendental divine loving wealth of Goloka Vrindavan down to this world by condensing it into the Hare Krishna Mahamantra. Without discriminating between caste and creed, He instructed everyone to chant the Mahamantra. Accordingly, we should leave identifying people by caste and creed as a thing of the past and treat everyone (regardless of their faith) as eternal servants of the Lord and take shelter of the Mahamantra through chanting both individually and congregationally.

If we do this, then we can establish pure love for Sri Krishna (the embodiment of eternal peace and bliss) within our hearts, and as a result, we can become, and make the entire world, peaceful and blissful.

In conclusion, if anyone wants to please the messengers of the Lord and indeed the Lord Himself, they must respect and have compassion for living beings. They should honor the food that is offerable to the Lord (such as leaves, flowers, fruits, water, and milk), and please the Lord with their activities. When the Lord is happy, we will feel immense happiness and can also make others happy. There will be amicable relationships with one another. Today, I pray to Jesus Christ – the Son of God, to give us the potency to establish an amicable society where everyone lives peacefully and blissfully.

HDG Srila Bhakti Bibudha Bodhayan Goswami Maharaj
President: Sri Gopinath Gaudiya Math

শুভ নববর্ষ

শুভ নববর্ষের পরিচিতিঃ-
আজ ইংরাজীর শুভ নববর্ষ ২০২৩ খৃষ্টাব্দ। সমগ্র পৃথিবীতে যাঁহারা যীশুখৃষ্টের অনুগামী, তাঁদের সকলের কাছে এই দিনটি আনন্দের দিন। স্কুলে এই দিনটি উৎযাপন করাহয় ভগবানকে স্মরণ করে। যীশুখৃষ্ট ভগবানকে ‘GOD’ বলে সম্বোধন করতেন।

‘GOD’ শব্দের বাস্তবিক তাৎপর্যঃ-
এই ‘GOD’ শব্দটি প্রথম অক্ষর ‘G’ দ্বারা ‘Generator’ অর্থাৎ জীব সৃষ্টির উৎস স্বরূপ বৈদিক বিধান অনুযায়ী সৃষ্টিকর্ত্তা ব্রহ্মাকে সম্বোধন করা হয়েছে। ‘O’ অক্ষরটি দ্বারা ‘Operator’ অর্থাৎ সকল জীবের পরিচালক স্বরূপ পালনকর্ত্তা ভগবান বিষ্ণুকে সম্বোধন করা হয়েছে এবং ‘D’ অক্ষরটি দ্বারা ‘Destructor’ অর্থাৎ জীবের অজ্ঞতাকে ধংস করার প্রতিমূর্ত্তি স্বরূপ মহেশ্বর শিব কে সম্বোধন করা হয়েছে।
স্বয়ং ভগবানের এই তিনগুণের অর্থাৎ রজোগুণের মূর্ত্তি স্বরূপ ব্রহ্মা, স্বত্ব গুণের মূর্ত্তি স্বরূপ বিষ্ণু এবং তমোগুণের মূর্ত্তি স্বরূপ মহেশ্বর শিবকে স্বম্বোধন করা হয়েছে। এই ত্রিগুণকে আমরা যতক্ষণ পর্যন্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত নিয়োগ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই দুঃখ-যন্ত্রনাগ্রস্থ পৃথিবীতে বার বার কর্ম অনুযায়ী বিভিন্ন প্রকার দেহ ধারণ করে এই ৮৪ লক্ষ যোনীর ভ্রমন চক্রে ঘুরতে হবে।

এই জগতে যীশুখৃষ্টের আগমনের কারণঃ-
আমাদের দুঃখ যন্ত্রনা দেখে স্বয়ং ভগবান তাঁর দুতগণকে এজগতে পাঠিয়ে দেন। আমাদেরকে এজগতে থাকবার আকর্ষণ হতে মুক্ত করাবার জন্য যীশুখৃষ্ট স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রেরিত দুত গণের মধ্যে এক অন্যতম। এইজন্য আজ যীশু শান্তি লাভের জন্য আমাদের উদ্দেশ্যে বললেন – জীবহত্যা (হিংসা) কর না। কিন্তু যীশুর প্রচলিত ধর্ম পালনের নামে আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গোমাতা পূজা ও পালন করার শিক্ষাকে ছেড়ে গোমাতাকে খাদ্য হিসাবে ব্যবহার করছি। যীশু বলেন ‘GOD’ আমার বাবা। যীশু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেই বাবা বলে সম্বোধন করে গেলেন। কিন্তু যীশুর অনুগামী হয়ে ঐ গোমাতাকে মেরে তাঁর মাংস ভক্ষণ করে কি করে যীশুর ধর্ম পালন করতে পারি। চার্চ বানিয়ে যীশুর ধর্ম তখনই পালন করা হবে, যখন আমরা যীশুর নীতিকে জীবনে আচরণ করতে শিখব।

এই জগতে জীবের দুঃখ নিবৃতির জন্য ভগবানের কৃপালীলার প্রকাশঃ-
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে এজগতে নিত্য আনন্দের সন্ধান স্বরূপ ধর্ম স্থীপনের জন্য তাঁর প্রতিনিধি পাঠালেন। যীশু তাঁদের মধ্য একজন। এই ভৌতিক জগৎ ভগবানের মায়া দ্বারা রচিত হয়েছে, এখানে সবাই সবাইকে ভোগ করতে চায়। তাই এই ভোগ ভূমিতে ভোগের বিচারকে বিবেকে বসিয়ে, আজ আমাদের নিত্য স্বরূপ সেবার বিচারকে তাড়িয়ে দিয়েছি। এই ভোগের বিচারটিই এই জগতে আমাদের দুঃখের মূল কারণ হয়ে পড়েছে।

শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে জগতে বাস্তবিক শুভ বা মঙ্গলের সূচনাঃ-
এই মূল কারণ হতে আমাদেরকে সরিয়ে, সেবার নিত্যআনন্দময় জগৎ স্বরূপ দিব্যবৃন্দাবনে আমাদের সকলকেই প্রত্যাবর্তন করানোর জন্য, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ৫৩৭ বৎসর পূর্বে নবদ্বীপ মায়াপুরে শচীমাতার গর্ভে আবির্ভুত হওয়ার লীলা করলেন। শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে, জগদ্বাসীকে দিব্যবৃন্দাবনের প্রেমধন স্বরূপ হরেকৃষ্ণ মহামন্ত্র এই জগতে নিয় এলেন। আর জাত পাত বিচার না করে সকলকে নিত্য এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপকরা, কীর্তন করার নির্দেশ দিলেন। এখন আমারা জাতি ধর্মের কচকচানি ছেড়ে, সকলেই ভগবানের নিত্য সেবক এই মর্মে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই হরেকৃষ্ণ মহামন্ত্রকে কীর্ত্তন দ্বারা আশ্রয় করি, তাহলে নিঃসন্দেহে এই দুঃখ-যন্ত্রনাময় জগতেই আমরা চির শান্তি ও আনন্দের প্রতিমূর্ত্তি স্বয়ং ভগবানকে আমাদের হৃদয়ে স্থাপন করে বিশ্বকে শান্তি দিতে সমর্থ হব ও নিজেরাও চির শান্তি লাভ করব। এবং সেটিই হবে শুভ বা পরম মঙ্গলময় নববর্ষের সূচনা।

শ্রীল ভক্তি বিবুধ বোধায়ন গোস্বামী মহারাজ
সভাপতি আচার্য : শ্রীগোপীনাথ গৌড়ীয় মঠ

Related Post

Rasa Purnima

English Hindi English RASA PURNIMA What is Rasa Purnima? The term “Rasa” means dancing sweetly and melodiously, while “Purnima” refers

Read More »
Srila Bhakti Pramode puri Goswami Thalur's 126th Appearance

Real Guru

English Hindi Odia Real Guru 126th Vyasa Puja of HDG Srila Bhakti Pramode Puri Goswami Thakur Nowadays the word “GURU”

Read More »